চুয়াডাঙ্গা-রঘুনাথে ৫৫০টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মেঘনার বুকে সুবিধাবঞ্চিত চর চুয়াডাঙ্গা-রঘুনাথে ৫৫০টি পরিবারে খাদ্য সামগ্রী প্রদান করেছে বাসমাহ ফাউন্ডেশন ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মূল কেন্দ্র বেশ সমৃদ্ধ হলেও এর অদূরেই মেঘনা গহবরে নদীবেষ্টিত নূনেরটেক ও তার আশপাশ এলাকা বেশ অবহেলিত ও সুবিধাবঞ্চিত।

এখানে খাদ্য, কর্ম, চিকিৎসা, শিক্ষাসহ অনেক কিছুরই অভাব প্রকট, শহরমুখী মানুষ স্বাবলম্বী হলেও স্থানীয় অনেকেই এখনো বসবাস করেন দারিদ্র্যের সীমায়। বাসমাহ’র হেড অফিস থেকে এলাকাটির দূরত্বও বেশী নয়। তাই আমরা চেয়েছি এখানকার প্রতিটি অভাবী মানুষই যেন তার প্রাপ্য উপহারটুকু বুঝে পায়। করোনার এই প্রাদূর্ভাবে এবার নিয়ে বাসমাহ ফাউন্ডেশন এখানে চারবার খাদ্য সামগ্রী বিতরণ করলো। এসব খাদ্য সামগ্রী নূনেরটেক মূল ভূমিতে ২ দফায় ৩৫০টি পরিবার এবং পার্শ্ববর্তী সায়দাবাদ এলাকায় আরো ৩ শতাধিক পরিবারে বিতরণের পর আজ চুয়াডাঙ্গা-রঘুনাথচরে ৫৫০ টি পরিবারে খাদ্যসামগ্রী চাল-ডাল বিতরণ করেছে বাসমাহ ফাউন্ডেশন।

Donate Now